গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের বাসুন্দায় যেখান থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে সেখানে আরও অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ওই জায়গায় কিছু অস্ত্র লুকানো ছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরিরা সবাই মিলে সেখানে অভিযান পরিচালনা করে। গতকাল শনিবারেও আরও ৫টি এসএমজি উদ্ধার করেছি। আমরা মনে করছি, আরও কিছু থাকতে পারে। গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ওই জায়গার পানি সেচযন্ত্রের মাধ্যমে সেচ দিয়ে আরও পাব বলে আশা করছি, গোয়েন্দাদের তথ্য রয়েছে সেইরকমই।’
অস্ত্র উদ্ধার করার এ ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘নিশ্চয়ই একটা ষড়যন্ত্র করার প্রচেষ্টা চলছিল। পুরো তদন্তের পরেই আমরা বলতে পারব কিভাবে আমাদের দেশে এগুলো এসেছে এবং কারা এর সঙ্গে সম্পৃক্ত।’
তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দারা প্রতিনিয়তই জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। নিরাপত্তা বাহিনী তাদের পেশাদারিত্বে যথেষ্ট ভূমিকা পালন করছে, নিজের জীবনকে তুচ্ছ করে একের পর এক অভিযান চালাচ্ছে’।
গুলশানে হলি আর্টিজানের ঘটনার ১ বছর হলেও এ মামলার এখনও চার্জশিট দেয়া হয়নি, এ মামলার সর্বশেষ আপডেট কি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটার ফাইনাল চার্জশিট খুব শীঘ্রই দিয়ে দেব। সঠিকভাবে করার জন্য আমরা একটু সময় নিয়েছি। এটা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে দিয়ে দেব। চার্জশিট দেয়ার পরেই এর যথাযথ বিচার হবে। বিচার বিভাগ যথাসম্ভব তাড়াতাড়ি এ বিচার করবে, আমরা সবাই এ আশা করছি’, বলেন তিনি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনী সবসময়ই তৎপর থাকে। কোন ধরনের নিরাপত্তা ফাক যাতে না থাকে, সেজন্য তারা সবসময়ই সচেষ্ট থাকে। রোজার সময় শুধু যে ধর্মের ব্যাপার তা নয়, এখানে ব্যবসায়িক কর্মকান্ড হয়। হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় মার্কেটে। তারা যেন নিরাপত্তায় থাকে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি।’