রাজধানীর আজিমপুরে একটি ভবন থেকে পড়ে মিলু ভূঁইয়া (৩০) নামের এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার বিকেলে পিলখানা রোডের শান্তনা অ্যাপার্টমেন্টে রঙ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই ছয় তলা অ্যাপার্টমেন্টের বাইরে মাচা বেঁধে কাজ করছিলেন মিলু। হঠাৎ সেখান থেকে তিনি পড়ে যান। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টায় চিকিৎসক মৃত ঘেষণা করেন।
মিলু ভূঁইয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।