তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তামাক বিনোদন নয়, বরং সুস্থ জীবন ও উন্নয়নের অন্তরায়। এটি নিষিদ্ধ হওয়া উচিত।’
বুধবার রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মাদকদ্রব্য ও নেশাবিরোধী সংস্থা (মানস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তামাকজাত পণ্য ব্যবহারে মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক ও পেশাগত ক্ষতি হয়। তামাক বিনোদন নয়, বরং সুস্থ জীবন ও উন্নয়নের অন্তরায়। এটি নিষিদ্ধ হওয়া উচিত। আর যতদিন তা না হচ্ছে ততদিন তামাকের চাষ ও ব্যবসার ওপর কর বৃদ্ধি করতে হবে।
২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার মন্ত্র নিয়ে এগিয়ে যেতে এ বিষয়ে নারীদের নেতৃত্ব দিতে আহ্বান জানান তিনি।
সব স্কুলে প্রতিদিন লেখাপড়া শুরুর আগে শিক্ষক ও শিক্ষার্থীদের ধূমপান থেকে বিরত থাকার অঙ্গীকার করার তাগিদ দেন তিনি।
মানসের মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন,
মানসের সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।