বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন, মার্সিয়া স্টিফেন্স বারনিকা। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার স্থলে থাকবেন তিনি।
গত ২২ মে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাধের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বারনিকার নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে শনিবার সকালে এই ঘোষণার কথা জানানো হয়। মার্সিয়া স্টিফেন্স বারনিকা পেশায় একজন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এবং মন্ত্রী পরামর্শক ছিলেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগের উপ-সহকারী সচিব হিসাবে কাজ করছেন।